কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যা বললেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণবের মেয়ে

মত ও পথ ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজ কর্মদোষেই গ্রেপ্তার হয়েছেন। তার অভিযোগ, কেজরিওয়াল ও আন্না হাজারের সমর্থক গোষ্ঠী মিলে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছিলেন। শিলা দিক্ষীতের বিরুদ্ধে অভিযোগের অনেক প্রমাণ হাতে থাকার দাবি করলেও তারা কখনো তা জনগণের সামনে প্রকাশ করতে পারেননি। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কেজরিওয়ালের বিরুদ্ধে এমন ক্ষোভ প্রকাশ করেছেন শর্মিষ্ঠা। আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবগারি নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

কেজরিওয়ালের গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে এক্সে পোস্ট দিয়েছেন শর্মিষ্ঠা। তিনি মনে করেন, কেজরিওয়াল দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীতের সঙ্গে যে ধরনের আচরণ করেছেন, তারই কর্মফল ভোগ করছেন তিনি।

শেয়ার করুন