টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদা রানার অভিষেক

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

ভোর রাতে সিলেটে ছিল বৃষ্টি। সকাল হতেই দেখা মিললো সূর্যের। অনিশ্চয়তা কাটিয়ে ঠিক সময়েই হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের টস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টেস্টের প্রথম দিন ঠিক সময়ে টস হলেও বৃষ্টির শঙ্কা রয়ে গেছে পরেও। মূলত ভেজা উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় বোলিং নেওয়ার কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

universel cardiac hospital

এদিকে এই ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। গতির জন্য আলোচনায় থাকা এই পেসার স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন প্রথমবার। তার সঙ্গে বাকি দুই পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। অপেক্ষা বেড়েছে মুশফিক হাসানের।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শাহাদাত হোসেন দিপু। 

শ্রীলঙ্কা একাদশ

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক) নিশান মাদুশকা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা। 

শেয়ার করুন