ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি বোর্ডের ৪২তম সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) ট্রাস্টি বোর্ডের ৪২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির বাসভবনে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সৈয়দ সামসুদ্দীন আহমেদ, ট্রেজারার ও মাউশির প্রাক্তন মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুনসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৪১তম সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ও দৃঢ়করণ, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন পর্যালোচনা, বিভাগীয় কমিটি গঠনসহ একাডেমিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা তুলে ধরা হয়।

শেয়ার করুন