ডলার সংকটের প্রভাব ক্রেডিট কার্ডে

মত ও পথ ডেস্ক

ক্রেডিট কার্ড
ফাইল ছবি

দেশে ডলার সংকট নতুন নয়। তবে এটা দিন দিন আরও তীব্রতর হচ্ছে। আর নগদ ডলার সংকটের প্রভাব পড়েছে ক্রেডিট কার্ডের ওপর। গত বছরের শেষ মাস ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বরে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। আর জানুয়ারিতে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪ কোটি টাকা কমেছে।

universel cardiac hospital

দেশের বাইরেও ক্রেডিট কার্ডে খরচ কমেছে। ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা। জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ৫৩২ কোটি ১০ লাখ টাকা। হিসাব বলছে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে ৪৭ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ডলার সংকট অনেকটা কমলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ কারণে মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ খরচ কমানোর চেষ্টা করছে। যার ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জানুয়ারি মাসে একক দেশ হিসাবে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন। যা গত বছরের ডিসেম্বরে ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ১৯ কোটি ১০ লাখ টাকা বা ১৬ দশমিক ৫২ শতাংশ খরচ কমেছে।

জানুয়ারি মাসে দেশের মাটিতে বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

দেশের মধ্যে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন ডিপার্টমেন্টাল স্টোরে। বিদেশিরা জানুয়ারি মাসে ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকাই খরচ করেছেন ডিপার্টমেন্টাল স্টোরে। তারা দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করেন নগদ টাকা উত্তোলনে। জানুয়ারিতে বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছেন। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তারা নগদে তুলেছিলেন।

বিদেশিদের মধ্যে এ দেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। পরের অবস্থানে রয়েছেন যুক্তরাজ্য ও ভারতের নাগরিকেরা। এ তিন দেশের নাগরিকেরা মিলে গত ডিসেম্বরে প্রায় ৮৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।

গত জানুয়ারি শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ। ক্রেডিট কার্ড রয়েছে ২৪ লাখ ২৯ হাজার এবং ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট গ্রাহক প্রায় ৮৫ লাখ। এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফোনে আর্থিক সেবায় গ্রাহক প্রায় ২২ কোটি।

শেয়ার করুন