বিচার বিভাগের ওপর সামরিক বাহিনীর হস্তক্ষেপের তদন্ত করবে পাকিস্তান

মত ও পথ ডেস্ক

বিচার বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে হস্তক্ষেপ করা ও ভয়ভীতি দেখানোর যে অভিযোগ হাইকোর্টের ছয়জন বিচারপতি করছেন, তা তদন্ত করবে দেশটি। এ লক্ষ্যে একটি তদন্ত কমিশন গঠন করা হবে।

পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসারের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

universel cardiac hospital

ওই অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দপ্তরে ইসলামাবাদ হাইকোর্টের ছয়জন বিচারপতির লেখা একটি চিঠি পাঠানোর পর প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বিচারপতিরা অভিযোগ করেন, দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা ‘ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)’ রাজনৈতিক মামলায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভয় দেখাচ্ছে।

শেয়ার করুন