দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগ দুই কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ১২০ টাকা ব্যয় করেছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি ঘিরে জনসভা, প্রচারণা, পোস্টার ইশতেহার প্রণয়নে এ ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচনী ব্যয় জমা দেয়। কাজী জাফর উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
নির্বাচনী ব্যয় জমা দেওয়ার পর এইচ এন আশিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লীগের মোট নির্বাচনী ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৭৮ হাজার ১২০ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ১ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৩৮ টাকা। আওয়ামী লীগ সম্পূর্ণরূপে দলীয় তহবিল থেকে নির্বাহ করেছে।’
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, দ্বাদশ নির্বাচনে দলগুলোকে নির্বাচনী ব্যয় সীমা বেধে দিয়েছিল ইসি।
সে অনুযায়ী ২০০-এর অধিক প্রার্থী মনোনয়ন দেওয়া দলগুলোর ব্যয় সীমা ছিল সাড়ে চার কোটি টাকা। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছিল ২৬৩ জন। সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করতে হয়।