বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ। রোববার দুপুর ১২টার দিকে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। মৌলবাদী গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে এবং বুয়েট কর্তৃক গৃহীত সাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

পূর্বঘোষণা অনুযায়ী, সমাবেশ শুরুর কথা ছিল বেলা ১১টায়। সমাবেশ শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ছাত্রলীগ ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দিতে শহীদ মিনারের দিকে আসতে থাকেন নেতাকর্মীরা।

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেন। তারা বুয়েট ক্যাম্পাস থেকে জঙ্গিবাদী গোষ্ঠীকে উচ্ছেদ করে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করার দাবি জানান। বুয়েট ক্যাম্পাসে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রবেশের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গত শুক্রবার থেকে টানা আন্দোলন করছেন। ঘোষণা অনুযায়ী, টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন চলছে।

শেয়ার করুন