ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে অংশ নিচ্ছেন লাখো মানুষ। ইহুদিবাদী এই নেতাকে ‘চুক্তির পথে বাধা’ বলে উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা। খবর গার্ডিয়ান ও আল জাজিরার।
গাজায় হামলা ঘিরে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলের প্রবল চাপে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক জোট। গাজায় জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সংহতি জানিয়েছেন এসব আন্দোলকারী।
এদিকে, গাজার আল-শিফা হাসপাতালে গত ১৩ দিনে ৪০০ জনকে হত্যা করেছে ইসরায়েল। এমন বাস্তবতায় কয়েক দফা ব্যর্থ হলেও আবারও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হচ্ছে মিসরের কায়রোতে।
গত শনিবার শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে তেল আবিব, জেরুজালেম, হাইফা, বেয়ার শেভা, সিজারিয়া এবং অন্যান্য শহরে। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসা হাজারো বিক্ষোভকারী গাজায় এখনও বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবি জানান।