জাতি আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

কোনো দল, কোনো ব্যক্তি বা শুধু পেশাজীবীরা নয়— সমগ্র জাতি আজ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাবেক এক প্রধান বিচারপতি (এস কে সিনহা) তাঁর বইয়ে লিখেছিলেন, একটা মনস্টার (দানব) সব দখল করে নিয়েছে, তছনছ করে ফেলছে। প্রকৃতপক্ষে আজকে সেটাই হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, একটি ভয়াবহ দৈত্য সব আক্রোশ নিয়ে আজকে পুরো বাংলাদেশকে তছনছ করে ফেলেছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।

 

দেশের জনগণ যাদের ওপর আস্থা রাখে, সেই গণমাধ্যমকে প্রথমেই আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, যারা স্বাধীনভাবে লিখতে চান, তাদের সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনে গ্রেপ্তার করা হয়, তুলে নেওয়া হয়, এমনকি নির্যাতন করে মেরেও ফেলা হয়। ফ্যাসিবাদ যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে, তখন এই গণমাধ্যমও রেহাই পায় না।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে আর ‘স্বাধীন রাষ্ট্র মনে হয় না’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, মনে হয় পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদ, একটা ভয়াবহ ফ্যাসিবাদ আমাদের ওপর চেপে বসে আছে।

শেয়ার করুন