মোজাম্বিকে নৌকা ডুবে প্রাণ গেল ৯০ জনের

মত ও পথ ডেস্ক

নৌকাডুবি
ফাইল ছবি

মোজাম্বিকের উত্তর উপকূলে একটি নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া নৌকায় ১৩০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকা থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেছে। নিহতের সংখ্যা ৯০ জনের বেশি হতে পারে।

universel cardiac hospital

নামপুলা প্রদেশের কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তা ছাড়া একজন প্রাদেশিক মন্ত্রী বলেছেন, কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিহতরা কোথাও পালিয়ে যেতে চাচ্ছিলেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে যায়।

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের হিসেবে, চলামন প্রাদুর্ভাব গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। ২০২৩ সালের অক্টোবর থেকে মোজাম্বিকে অন্তত ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন মারা গেছেন।

শেয়ার করুন