ঢাকায় ফেরা শুরু হচ্ছে আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

ট্রেনে ঈদযাত্রা
ফাইল ছবি

স্বজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়েছেন অনেকেই। জীবিকার তাগিদে তাদের আবার ঢাকায় ফিরতে হবে। আজ শনিবার শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। ছুটি শেষে আগামী সোমবার অফিস-আদালত খুলবে। তাই রোববার ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়বে।

গত বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার আবার পয়লা বৈশাখের ছুটি। তাই অফিস-আদালত খুলতে খুলতে সোমবার। ঈদের আগে ৭ এপ্রিল ছিল পবিত্র শবে কদরের ছুটি। এর আগের দুই দিন ৫ ও ৬ এপ্রিল ছিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অনেকেই মাঝের দুই দিন ৮ ও ৯ তারিখ ছুটি নিয়ে টানা ১০ দিনের ছুটি কাটাচ্ছেন।

universel cardiac hospital

এই দীর্ঘ ছুটিতে এখন রাজধানীজুড়ে চলছে ঈদের আমেজ। প্রধান সড়কসহ অলিগলিও বেশ ফাঁকা। চিরচেনা সেই যানজট নেই। অবশ্য চিড়িয়াখানাসহ বিনোদনকেন্দ্রে মানুষের ভিড় আছে। বিকেলে হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যানের মতো গণপরিসরে লোকজন পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন।

গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, শেওড়াপাড়া, মিরপুর-১০, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন একেবারেই কম। ফাঁকা ঢাকার প্রধান সড়কেও রিকশা চলছে। তবে গন্তব্যে যেতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

ঈদযাত্রায় রেলের ফিরতি যাত্রা আজ শুরু হয়ে চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। ফলে আজ থেকেই রাজধানীবাসীর অনেকে ঢাকায় ফিরতে শুরু করবেন।

শেয়ার করুন