বান্দরবানে অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অস্ত্র, গোলাবারুদসহ সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৯ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

universel cardiac hospital

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

এর আগে অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে মোট গ্রেফতার ৭২ জন।

২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে প্রথমে সোনালী ব্যাংক রুমা শাখায় হানা দেন অস্ত্রধারীরা। হামলায় কেএনএফের শতাধিক সদস্য অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রধারীরা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যান। ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ৪৮ ঘণ্টা পর রুমা সদরে ছেড়ে দেন অস্ত্রধারীরা। সেখান থেকে র‍্যাব তাঁকে উদ্ধার করে। রুমার ঘটনার পরদিন সোনালী ও কৃষি ব্যাংকের থানচি উপজেলার দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করেন অস্ত্রধারীরা। এসব ঘটনায় রুমা ও থানচি থানায় ৯টি মামলা হয়।

শেয়ার করুন