ঢাকা–ইউএই গন্তব্যের ৯টি ফ্লাইট বাতিল, বিলম্ব হতে পারে কিছু ফ্লাইটের

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে দুবাই ও শারজা রুটের ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, দুবাই ও শারজা বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনের ৫টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইনের ২টি ও ফ্লাই দুবাইয়ের ২টি ফ্লাইট বাতিল হয়েছে। সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে হয়তো আরও ফ্লাইট বিলম্ব হতে পারে।

এই কর্মকর্তা আরও বলেন, ঢাকা থেকে যারা যাবেন, সেসব যাত্রীকে সংশ্লিষ্ট এয়ারলাইনসের মাধ্যমে পরিস্থিতি জানানো হচ্ছে। আর যারা বিমানবন্দরে চলে আসছেন, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস বলছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরম তাপমাত্রার জন্য পরিচিত দুবাই শহরে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছে। মূলত বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে দেশজুড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

শেয়ার করুন