মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন: ড. কামাল। দেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, এই কঠিন অবস্থা থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে গণফোরাম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে ড. কামাল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

universel cardiac hospital

২০ এপ্রিল ছিল ড. কামাল হোসেনের জন্মদিন। তিনি ১৯৩৭ সালের ওই দিনে বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার ৮৭তম জন্মবার্ষিকীর উৎসবের আয়োজন করা হয় রোববার। নানা রঙের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তন। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করা হয়। এরপরে ড. কামাল হোসেনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে ড. কামাল হোসেন বলেন, ইতিহাস থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি, যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পেরেছি, কঠিন চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি। আসুন আজকে আমরা এই সিদ্ধান্ত নিই, যারা যারা আজকে এখানে আছি, যারা আজকে আসতে পারেননি এবং আসার ইচ্ছা ছিল—সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিই এবং মাঠে নামি।

শেয়ার করুন