পূর্বাভাসের চেয়ে মার্কিন অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দাম বেড়েছিল।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩৩ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯০ ডলার হয়েছে।
ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন রয়টার্সকে বলেছেন, মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী অবস্থানের রয়েছে।
এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দাম বেড়েছিল। কিন্তু দেশ দুইটির মধ্যে সংঘাত না বাড়ায় তেলের দাম কিছুটা কমে যায়। যদিও এখন আবার তা বাড়তে শুরু করেছে।
শেষ প্রান্তিকে মার্কিন জিডিপি প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ছয় শতাংশ বাণিজ্য বিভাগের এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তারাষ্ট্রের অর্থনীতি অনেক ভালো করছে।
সূত্র: রয়টার্স