পিনাকীসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

সিটিটিসির জমা দেওয়া অভিযোগপত্রে নাম থাকা অপর আসামি হলেন ছাত্রদলের সাবেক নেতা মফিজুর রহমান।

এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী মুশফিকুল ফজল আনসারীকে মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন করেছে সিটিটিসি। মুশফিকুল চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপপ্রেসসচিব ছিলেন।

২০২২ সালের ১৫ অক্টোবর পিনাকীসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করে সিটিটিসি বিভাগ। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়। মামলার মফিজুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিটিটিসি। তিনি এখন জামিনে আছেন।

শেয়ার করুন