আইপিএল : সল্ট তান্ডবে সহজ জয় কলকাতার

মত ও পথ ডেস্ক

ফিল সল্ট। সংগৃহীত ছবি

ঘরে মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বরাবরই একটু বেশি দাপুটে। সেই দাপটের আরও এক প্রমাণ দেখল এবারের আইপিএল। দিল্লি ক্যাপিটালসকে সোমবার ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখল কলকাতা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে যেয়ে হিমশিম খেতে থাকে দিল্লির ব্যাটাররা। পাওয়ার-প্লে শেষে তাদের রাটরেট দশের বেশি থাকলেও ততক্ষণে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার।

দিল্লির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে স্পিনার কুলদীপ যাদবের ব্যাট থেকে, ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লির দলীয় সংগ্রহ ছিল ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান।

জবাবে ব্যাট হাতে নেমে স্বাগতিকরা উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। সল্টের ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই জয়টা নিজেদের পক্ষে সহজভাবে টেনে নেয় কলকাতা।

শেষে আইয়ার জুটির ব্যাটে চড়ে ২১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় কলকাতা। এই জয়ের পর ৯ ম্যাচে ১২ পয়েন্টের সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়েই আছে কলকাতা। অপরদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে দিল্লি।

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি : ১৫৩/৯ (২০ ওভার); কুলদীপ ৩৫*, পান্ত ২৭; বরুণ ৩-১৬, রানা ২-২৮।

কলকাতা : ১৫৭/৩ (১৬.৩ ওভার); সল্ট ৬৮, শ্রেয়াস ৩৩*; অক্ষর ২-২৫, লিজাদ ১-৩৮।

ফলাফল : কলকাতা ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : বরুণ চক্রবর্তী।

শেয়ার করুন