পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যে দুর্নীতির দোকান খুলেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি করে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের।
পশ্চিমবঙ্গের বীরভূমে বোলপুরের আমোদপুরে আজ শুক্রবার বিকেলে বিজেপির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভারতের সাত ধাপের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ৭ মে পশ্চিমবঙ্গের চারটি আসনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন সামনে রেখে মোদি একাধিকবার পশ্চিমবঙ্গে জনসভা করলেন।
আজ নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল এখন এই বাংলায় দুর্নীতির দোকান খুলে বসেছে। তাই তো তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর ফরম জালিয়াতি করে নম্বর দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। এবার দুর্নীতির সঙ্গে জড়িতদের রক্ষা নেই। তাদের সবাইকে শাস্তি পেতে হবে। কেউ ছাড় পাবে না। এটা মোদির গ্যারান্টি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালী এই বাংলায় মাফিয়ারাজের ফল। এখন সন্দেশখালীর জড়িতদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কেউ রক্ষা পাবে না। লুটেরাদের রক্ষা নেই। গরিবের ধনসম্পদ ও অর্থ যারা লুটেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। লুটেরাদের অর্থ আদায় করে বিলিয়ে দেওয়া হবে গরিবদের মধ্যে।
তৃণমূলের লুটেরাদের দল বাংলার শিশুদেরও ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন মোদি। তিনি বলেন, শিক্ষায় দুর্নীতি, কয়লায় দুর্নীতি—সবাই এবার শিক্ষা পাবে। মোদি এ কথাও বলেন, তৃণমূলের দুর্নীতির এটা তো ট্রেলার মাত্র। সামনে আরও বহু ছবি আছে। এবার এই বাংলার মানুষ যোগ্য জবাব দেবে।