‘শহরের উষ্ণতম দিনে, পিচ গলা রোদ্দুরে’ বৃষ্টি যে হবে, তার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল রোববার সকালেই। সেই পূর্বাভাস সঠিক প্রমাণ করে রাজধানীতে বৃষ্টি ঝরল। বৃষ্টির সঙ্গে ছিল প্রবল হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটারের মতো।
আবহাওয়া অধিদপ্তরের আরও বার্তা, রাজধানীতে বৃষ্টি হতে পারে আজ সোমবারও। শুধু রাজধানী নয়, দেশের সব বিভাগেই সোমবার কমবেশি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির রাত ১২টার পর বলেন, রাজধানীতে সন্ধ্যা ছয়টা থেকে বারোটা পর্যন্ত ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় ৫৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে রাজধানীতে। নগরীতে চলতি মাসে এ ধরনের কালবৈশাখী বা বজ্রঝড় এটাই প্রথম।
দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে। এরপর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে। তা-ও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। আবহাওয়া ও জলবায়ুবিশেষজ্ঞরা প্রকৃতির এ আচরণকে অস্বাভাবিক বলছেন।