ইসরায়েলের মন্ত্রিসভায় আল-জাজিরার কার্যক্রম বন্ধের প্রস্তাব পাস

মত ও পথ ডেস্ক

নেতানিয়াহু
নেতানিয়াহু। ফাইল ছবি

আল–জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে দেশটিতে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধ চলা অবস্থায় আল–জাজিরার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। খবর রয়টার্সের।

আল–জাজিরা কর্তৃপক্ষ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ নাকচ করে একে ‘বিপজ্জনক’ ও ‘হাস্যকর মিথ্যাচার’ আখ্যায়িত করেছে। কাতার সরকারের অর্থায়নে পরিচালিত সম্প্রচারমাধ্যম আল–জাজিরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের সমালোচনা করে আসছে। সারা দিন–রাত ওই যুদ্ধের খবর প্রচার করছে তারা।

ইসরায়েলের মন্ত্রিসভায় ঐকমত্যের ভিত্তিতে আল–জাজিরার কার্যক্রম বন্ধের প্রস্তাব পাস হওয়ার পর নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, উসকানিদাতা চ্যানেল আল–জাজিরা ইসরায়েলে বন্ধ হবে।

শেয়ার করুন