আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির অভিযোগ, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ কেড়ে নিয়েছে’। তাই এ নির্বাচনে তারা অংশ নেবে না।রো
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে সিপিবি। দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী জামানত বৃদ্ধিসহ প্রার্থী হওয়ার সুযোগ আরও সংকুচিত হয়েছে। নির্বাচনে টাকার খেলা তৃণমূলেও ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে।