অনিবন্ধিত অনলাইন বন্ধে বিটিআরসিকে অনুরোধ করবে তথ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানানো হবে। মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ফিরোজ আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন বিকেলে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ফিরোজ আহমেদ তার সম্পূরক প্রশ্নে বলেন, সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতায় বাংলাদেশ ভরে গেছে। অনিবন্ধিত অনলাইন পত্রিকার জ্বালায় অস্থির অবস্থা। এটা নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না?

universel cardiac hospital

জবাবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ বিষয়গুলো নিয়ে সরকার নিবিড়ভাবে কাজ করছে। বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে।

শেয়ার করুন