রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি বাসা (মেস) থেকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি দুটি পরিচালনা করেছেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক আজ বুধবার বলেন, আউয়াল একাধিক বন্ধুর সঙ্গে দিলু রোডের একটি ভবনের পঞ্চম তলার একটি কক্ষ ভাড়া নিয়ে মেস করে থাকতেন। গতকাল রাতে রুমের অন্যরা এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ আসছিল না। পরে তারা বিষয়টি হাতিরঝিল থানায় জানান। পুলিশ দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পায়। বিছানায় তিনি উপুড় হয়ে পড়ে ছিলেন। পরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই এনামুল বলেন, আউয়ালের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। চিত্র পরিচালক আউয়ালের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার তরুণ সংঘের পাশে।