গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের শিকার হওয়া আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে নতুন করে আরও একটি গণকবর শনাক্ত হয়েছে। গাজার স্বাস্থ্যকর্মীরা গতকাল বুধবার সেখান থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করেছেন। একজন চিকিৎসা কর্মকর্তা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। এর পর ইসরায়েলি সেনাবাহিনী বারবারই আল শিফা হাসপাতালসহ গাজা উপত্যকার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলের অভিযোগ, হাসপাতালগুলোকে নিজেদের পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহার করছে হামাস। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করে আসছে। আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোতাসসেম সালাহ সাংবাদিকদের বলেন, হাসপাতালের ভেতরে তৃতীয় গণকবর পাওয়া গেছে।