প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সোমবার

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর জানাজা ও দাফন হবে আগামী সোমবার। আজ শনিবার ও আগামীকাল রোববার তার মরদেহ বেসরকারি একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে।

সিপিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য হায়দার আকবর খান রনোর মরদেহ সিপিবি কার্যালয়ে রাখা হবে। শোভাযাত্রা করে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বেলা ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানীতে মা ও বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

হায়দার আকবর খান রনোর ভাইয়ের মেয়ে অনন্যা লাবনী বলেন, চাচার (হায়দার আকবর খান রনো) ইচ্ছা অনুসারে তার চোখের কর্নিয়া সন্ধানীতে দান করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো।

শেয়ার করুন