কানাডায় নিজ্জর হত্যায় জড়িত সন্দেহে আরেক ভারতীয় গ্রেপ্তার

মত ও পথ ডেস্ক

হরদীপ সিং নিজ্জর। ফাইল ছবি

কানাডায় বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত সন্দেহে আরেকজন গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ নিয়ে নিজ্জর হত্যায় জড়িত সন্দেহে কানাডায় চারজন গ্রেপ্তার হয়েছেন। তারা সবাই ভারতীয়। খবর রয়টার্সের।

নিজ্জর হত্যার ঘটনায় ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যেই গতকাল শনিবার কানাডার পুলিশ নতুন আরেকজনকে গ্রেপ্তার করার কথা জানাল। কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমানদ্বীপ সিং। বয়স ২২ বছর। নিজ্জর হত্যায় জড়িত থাকা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এর আগে চলতি মাসের শুরুতে কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে গ্রেপ্তার করা হয় তিনজন ভারতীয় করণ ব্রার (২২), কমলপ্রিত সিং (২২) ও করণপ্রিত সিংকে (২৮)। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১৮ জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে।

শেয়ার করুন