মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার হওয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মানসিক ভারসাম্যহীন মো. সেলিমের (৪০) দুটো কিডনিই অক্ষত পাওয়া গেছে। শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর এ তথ্য পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের রাজধানী ক্লিনিকের (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. শহীদুল্লাহ।
এর আগে গত বুধবার পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেলিমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামে। সে ওই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।
মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে বাড়িতে আনার পর সেলিমের শরীরের বিভিন্ন স্থানে জখম ও তলপেটে দুপাশে কাটা দাগ দেখে তার কিডনি দুটো খুলে নেওয়া হয়েছে অভিযোগ তুলেন পরিবারের লোকজন।
সন্দেহ দূর করতে শনিবার ময়মনসিংহের রাজধানী ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে সেলিমের শারীরিক পরীক্ষা করান পরিবারের লোকজন। পরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন সেলিমের দুটো কিডনিই অক্ষত রয়েছে।