পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

তাপমাত্রা
ফাইল ছবি

দেশের ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যে পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে।

আজ এ সতর্কবার্তা দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। কিন্তু আজ চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এর জন্যই তাপপ্রবাহের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন