পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সৌদি আরবে গতকাল মোহাম্মদ মোস্তফা নামে একজন হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর ইজি ০৭৪০৮৪৭।
বুলেটিনে জানানো হয়, শনিবার পর্যন্ত সর্বমোট ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ১৩ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৭২টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, সৌদি এয়ারলাইন্সের ২৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি।
বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮১ হাজার ৮৬২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৫ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৬ শতাংশ।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।