সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এই সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণে এ ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনের আগে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে যৌথসভা করে বিএনপি। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বাইরের মিডিয়া থেকেও বলা হয়েছিল সাবেক সেনাপ্রধান আজিজের কথা। তখন সরকার সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এভাবে দেশ ও জাতির মর্যাদা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, দেশের সম্মানকে এভাবে কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ। এ প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে…বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন! তার কোনো খবর তারা দিতে পারলেন না! না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধুরাষ্ট্র ভারত। আমরা কী মনে করব? এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কি না, আমরা জানি না।