পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহত ছাড়াল ৩০০

মত ও পথ ডেস্ক

ছবি : ইন্টারনেট

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ব্যাপক এই ভূমিধসে ১ হাজার ১০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। আজ শনিবার পাপুয়া নিউগিনির স্থানীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসটি আঘাত হানে। এঙ্গা প্রদেশ দেশটির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত। দেশটির সংসদ সদস্য আইমস অ্যাকেমকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম দ্য পাপুয়া নিউগিনি পোস্ট কুরিয়ার জানায়, ভূমিধসে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। ১ হাজার ১৮২টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

শেয়ার করুন