ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি হামাসের, যা বলল ইসরায়েল

মত ও পথ ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি করেছে হামাস। হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল শনিবার এ কথা জানান। তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল–কাশেম ব্রিগেডের মুখপাত্র। এমনকি দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি।

universel cardiac hospital

আগে থেকে ধারণ করা এক বার্তায় আবু উবাইদা বলেন, আমাদের যোদ্ধারা ইহুদি বাহিনীকে (ইসরায়েলি সামরিক বাহিনী) একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে প্রলুব্ধ করেছিল। পরে ওই বাহিনীর সব সদস্যের হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে। আজ রোববার আল–জাজিরা এই বার্তা প্রচার করেছে।

তবে হামাসের এমন দাবি আজ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, এমন কিছুই ঘটেনি। ইসরায়েলের কোনো সেনা হামাসের হাতে জিম্মি হয়নি।

শেয়ার করুন