ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে। যুদ্ধবিরতির আলোচনা শিগগির আবার শুরুর সম্ভাবনা গতকাল শনিবার বাড়ার মধ্যেই গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসকেরা এই তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের।
বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে—এমন এক কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহে আলোচনা আবার শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই এমন সিদ্ধান্ত হয়।
যে কর্মকর্তা (সূত্র) এই তথ্য দিয়েছেন, তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। এমনকি তিনি তার জাতীয়তা প্রকাশেও রাজি নন। তিনি বলেছেন, আগামী সপ্তাহে মধ্যস্থতাকারী দেশগুলোর নেতৃত্বে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকছে মিসর ও কাতার। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ থাকবে।
আগামী মঙ্গলবার মিসরের কায়রোতে আলোচনা আবার শুরু হবে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ তথ্য অস্বীকার করেছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একজন কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কোনো তারিখ ঠিক হয়নি।