যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে বড় জয়ই তুলেছে বাংলাদেশ। কিন্তু ১০ উইকেটের জয়টি এসেছে এমন সময়ে, যার আগে দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ফেলেছিল নাজমুল হোসেনের দল। শেষ ম্যাচে বড় জয় পেলেও সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। আইসিসির সহযোগী সদস্যদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন পারফরম্যান্সের কারণে গত কয়েক দিন ধরে ব্যাপক সমালোচনার মুখে আছে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট লর মতে, সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রেরই জয়ের তাড়না বেশি ছিল। দীর্ঘ সময় বাংলাদেশে কাজ করে যাওয়া এই কোচ মনে করেন, বাংলাদেশ ভালো ক্রিকেট দল। এখানকার গণমাধ্যমই ক্রিকেট দলকে বেশি চাপে রাখে।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ৫ উইকেট ও ৬ রানে হেরে যাওয়া বাংলাদেশ গতকাল তৃতীয় ম্যাচে জিতেছে ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলে। যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে দেওয়ার পর দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটি তা তাড়া করেছে ৫০ বল হাতে রেখে। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের ১০ উইকেটে প্রথম জয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোচ বলেন, তার দল শেষ ম্যাচে কিছুটা নির্ভার ছিল, ‘প্রথম দুই ম্যাচে আমাদের মধ্যে (জয়ের) আকাঙ্ক্ষা ও প্যাশন বেশি ছিল। ওদের চেয়ে কিছুটা বেশিই। এই ম্যাচের আবহটা ভিন্ন ছিল। আমরা কিছুটা নির্ভার ছিলাম। বাংলাদেশও বেশ ভালো খেলেছে।’
স্টুয়ার্ট ল যুক্তরাষ্ট্র দলের কোচ হয়েছেন গত মাসে। এর আগে ২০১২ সালে বাংলাদেশ দলের কোচ এবং পরবর্তী সময়ে বিসিবির ডেভেলপমেন্ট বিভাগে বেশ কয়েক বছর কাজ করেছেন। এমনকি চলতি বছরের শুরুতেও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচের ভূমিকায় ছিলেন ল।