আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদনটি জমা দেন।

দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া আবেদনে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে আরজি জানানো হয়।

universel cardiac hospital

আইনজীবী সালাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে দুদক ব্যবস্থা না নিলে তিনি জনস্বার্থে হাইকোর্টে রিট করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, অভিযোগ সংস্থার (দুদক) সিডিউলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

শেয়ার করুন