তৃতীয় ধাপে ভোটের হার গড়ে ৩৫ শতাংশের কম-বেশি হতে পারে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আজ তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদের নির্বাচন সন্তোষজনক হয়েছে। ভোট পড়ার হার ৩৫ শতাংশের কম বা বেশি হতে পারে। এ বিষয়ে সঠিক তথ্য পেতে আরও সময় লাগবে। আজ বুধবার তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে সিইসি বলেন, অনিয়ম ও ভোট কারচুপির চেষ্টা করায় ৩০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। একজন প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ হয়ে মারা গেছেন। বান্দরবানের নানিয়ারচরে একটি কেন্দ্রে ইউপিডিএফের সদস্যরা গণ্ডগোল করার চেষ্টা করেছিলেন, তা প্রতিহত করা হয়েছে।

universel cardiac hospital

এর আগে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৩৭ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছিল।

শেয়ার করুন