শীতল তটিনী

ফাইল ছবি

তুমি বাঙালি জাতির একরাশ আলোর দিশা
এ জাতির ভাগ্য বদলে তুমি কাজ কর সর্বদা।
তুমি মঙ্গলময়ী, মমতাময়ী, সাহসী যোদ্ধা
ইতিহাসে তোমার কীর্তি রবে স্বর্ণের আখরে গাথা।

বঙ্গবন্ধুর তনয়া তুমি, ষড়যন্ত্রের জাল সদা কর ভেদ
উন্নয়নের নৌকা বেয়ে, গড়েছ ডিজিটাল বাংলাদেশ;
তোমার হাতে মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে
পদ্মায় হয়েছে স্বপ্নের সেতু, তোমার গুণের নেই যে শেষ।

তুমি অদম্য অগ্রযাত্রার মহীরুহ, শীতল তটিনী
তোমার হাত ধরেই স্মার্ট হবে এই বঙ্গ জননী।

  • কবি: মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া
    ৩০/০৫/২০২৪

শেয়ার করুন