পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দুই মামলায় খালাস পেয়েছেন। বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত বছরের ৯ মে’র সহিংসতার দুটি মামলা থেকে তাকে খালাস দেন।
ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ টাউন থানায় করা দুটি মামলা চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন অনুমোদন দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওমর শাব্বির। রায়ে বিচারক বলেন, ‘রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় পিটিআই প্রতিষ্ঠাতাকে খালাস দেওয়া হলো।’
এর আগে গত বছরের ৯ মে’র ঘটনায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলা থেকে ১৫ মে ইমরান খান খালাস পান। ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা ওই দুই মামলা থেকে ইমরানকে খালাস দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল।
গত বছরের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়ও হামলা হয়। ওই সহিংসতার ঘটনায় বিভিন্ন অভিযোগে ইমরানসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে বেশকিছু মামলা দায়ের করা হয়।