পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমার দল ভুক্তভোগী। পাকিস্তানে নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচন জনরায় ডাকাতির সবচেয়ে বড় ঘটনা।’ খবর রয়টার্সের।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে এক ভিডিও লিংকের মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টে কথা বলার সময় ইমরান খান এসব অভিযোগ করেন। তিনি বর্তমানে কারাগারের একটি নির্জন সেলে বন্দী রয়েছেন। গত আগস্টে কারাবন্দী হওয়ার পর বৃহস্পতিবারের আগে ইমরান খানকে আর কখনো উন্মুক্ত আদালতে কথা বলতে দেখা যায়নি।
ইমরান খান এর আগেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। কিন্তু দেশটির নির্বাচন কমিশন তা অস্বীকার করেছে।