কৌপিন

এ এস এম রিয়াজী

ক্ষত্রিয়ের তরবারি গিলে নাগা সন্ন্যাসী
অবরুদ্ধ করে রাখে শিশ্নের ধার
কণ্ঠলগ্ন তার যজ্ঞোপবিত
দোল খায় হয়ে বেহুলার হার

গাঙের জলেতে ভেলায়
লখিন্দর শুধুই ঘুমায়
হাজার বছরব্যাপী লখিন্দর আমি
রয়েছি কোমায়

universel cardiac hospital

গাঙের জলেরা ঢেউ তোলে
দ্রোহে বিদ্রোহে
সন্ন্যাসী লখিন্দর কৌপিন খুলে ফেলে
মহাসমারোহে।

শেয়ার করুন