বুথফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের কথা উড়িয়ে দিলেন মমতা

মত ও পথ ডেস্ক

মমতা বন্দোপাধ্যায়
ফাইল ছবি

ভারতের লোকসভা নির্বাচনের সাত দফা ভোট শেষ হলো গতকাল শনিবার। গতকাল সন্ধ্যায় বিভিন্ন সংস্থা তাদের বুথফেরত সমীক্ষায় বলেছে, পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয়, বড় জয় পেতে চলেছে বিজেপি। তবে বুথফেরত এই সমীক্ষাকে একেবারেই গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভাঁওতা বলছেন তিনি। বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপি এই চিত্রনাট্য বানিয়েছে বলে অভিযোগ মমতার।

আর বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, বুথফেরত সমীক্ষার চেয়ে ৩০টির বেশি আসনে জয় পাবে তার দল। এবিপি আনন্দ ও সি-ভোটার তাদের সমীক্ষায় বলেছে, এবার বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে। তৃণমূল ১৩ থেকে ১৭টি এবং বাম-কংগ্রেস জোট ১ থেকে ৩টি আসন পেতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার।

ইন্ডিয়া টুডে ও এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন। তৃণমূল ১১ থেকে ১৪টি এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে শূন্য থেকে ২টি আসন। নিউজ টুডে’জ ও চাণক্য বলেছে, বিজেপি পেতে পারে ২৪টি, তৃণমূল ১৭টি এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ১টি আসন।

শেয়ার করুন