ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা

মত ও পথ ডেস্ক

জাতিসংঘের সদস্য ১৬৬ দেশে রাশিয়ার অস্ত্র
ফাইল ছবি

ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার শোয়ারৎস। ইসরায়েল এসব অস্ত্র ফিলিস্তিনের গাজার বেসামরিক মানুষের ওপর ব্যবহার করে অপরাধ করছে বলে ধারণা করা হচ্ছে। তাই জার্মানির আদালতে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংগঠন। খবর ডয়েচে ভেলের।

আলেকজান্ডার শোয়ারৎস বার্লিনভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস বা ইসিসিএইচআরের ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর। অস্ত্র রপ্তানি বন্ধের আশায় সংস্থাটি বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে।

শোয়ারৎস বলেছেন, ইসরায়েলকে দেওয়া জার্মানির অস্ত্রের মধ্যে রয়েছে বাজুকা রকেট লঞ্চার, গোলাবারুদ ও ট্যাংক ইঞ্জিন। ইসিসিএইচআরের কাছে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে যে এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজার বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ করছে। এসব অপরাধের মধ্যে আছে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা হামাসের বিরুদ্ধে লড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আরও অনেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে।

শেয়ার করুন