ভারতে লোকসভা নির্বাচন : ম্যাজিক ফিগারে মোদির এনডিএ, জোর টক্কর বিরোধীদের

মত ও পথ ডেস্ক

নরেন্দ্র মোদী-রাহুল গান্ধী
নরেন্দ্র মোদী-রাহুল গান্ধী। ফাইল ছবি

টানা দেড় মাসের ভোটগ্রহণ পর্ব শেষে ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) সারা দেশে একযোগে এই ভোট গণনা শুরু হয়।

৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ভোট গণনা শুরুর প্রায় দুই ঘণ্টার মধ্যেই সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ।

universel cardiac hospital

তবে জোর টক্কর দিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটও। সময়ের সঙ্গে সঙ্গে তারাও এনডিএ’র সঙ্গে ব্যবধান কমিয়ে চলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৩টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২০টি আসনে।

অন্যদিকে টিভি নাইন বলছে, সকাল ১০টা পর্যন্ত গণনা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯১টি আসনে। এর মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে ২৩২টি আসনে। অন্যদিকে, ইন্ডিয়া জোট এগিয়ে ২১০টি আসনে, যার মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ১০৭টি আসনে।

তবে এবিপি নিউজ দেখাচ্ছে, এনডিএ ২৬০ ও ইন্ডিয়া ২৫০টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ১২টি আসনে।

এই প্রাথমিক ফলাফলে উল্লেখযোগ্য প্রবণতা যেটা দেখা যাচ্ছে, তা হলো, এনডিএ গতবার জেতা ৫৫টি আসনে পিছিয়ে আছে। আর বিরোধী ইন্ডিয়া জোট এমন ৮৩টি আসনে এগিয়ে আছে, যা তারা গতবার হেরেছিল।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি ১৮টি আসনে এগিয়ে, তৃণমূল এগিয়ে ২৪টি আসনে। কংগ্রেস তিনটি ও সিপিএম একটি আসনে এগিয়ে আছে।

শেয়ার করুন