স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনসহ তিন দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে বেলা একটা পর্যন্ত ক্লাস না নিতে শিক্ষকদের অনুরোধ করেছিলেন শিক্ষক সমিতির নেতারা। তবে এর মধ্যে কয়েকটি বিভাগে অনলাইনে ক্লাস হয়। দেশে তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে প্রতি মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।

চারটি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিভাগগুলো হলো গণযোগাযোগ ও সাংবাদিকতা, রসায়ন, মার্কেটিং ও নৃবিজ্ঞান বিভাগ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান বলেন, ‘আজ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত ছিল। আমরাও শিক্ষক সমিতির কার্যালয়ে অবস্থান করি। মঙ্গলবার যেহেতু জগন্নাথে অনলাইনে ক্লাস চলে, আমরা শিক্ষকদের এই সময়ে ক্লাস না নিতে অনুরোধ করেছিলাম।’

শিক্ষকদের দাবিগুলো হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন–সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল।

শেয়ার করুন