উপজেলা নির্বাচন : চলছে চতুর্থ ধাপের ভোটগ্রহণ

মত ও পথ ডেস্ক

উপজেলা নির্বাচন
ফাইল ছবি

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে।

এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে মোট ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ সম্পন্ন হয়। চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে আজ।

শেয়ার করুন