চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ ১৬ জুন

মত ও পথ ডেস্ক

চাঁদ দেখা
ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় (সৌদি সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

সেই হিসাবে দেশটিতে শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। এবার পবিত্র হজ পালন করা হবে ১৫ জুন।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ শুক্রবার। এদিন ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে।

শেয়ার করুন