প্রস্তাবিত বাজেট ‘বাংলাদেশ বিরোধী’: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

প্রস্তাবিত বাজেট প্রকৃতপক্ষে ‘বাংলাদেশ বিরোধী বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই বাজেটের সবচেয়ে বড় সমস্যা, এখানে কর্মসংস্থান সৃষ্টি করার কিছু নেই। পুরো বাজেটটাই মেগা প্রজেক্টের, মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। অর্থাৎ এই বাজেটে আবার নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন। এর দুই ঘণ্টা পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা লুটেরাদের দেশে পরিণত হয়েছে। সরকার লুটেরাতে পরিণত হয়েছে। তো লুটেরাদের বাজেট লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে।

শেয়ার করুন