আজ শুক্রবার বিকেলে কলকাতার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে প্রদর্শিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি। এটি নির্মিত হয়েছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়। পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। কলকাতার বাংলাদেশের উপহাইকমিশনের উদ্যোগে ছবিটি প্রদর্শিত হয়।
ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম। ছবিটি প্রদর্শনের শুরুতে স্বাগত ভাষণ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন।
ছবিটি দেখতে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনেরা। তাদের মধ্যে আছেন কলকাতার শিক্ষাবিদ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য, সাংবাদিক সুখরঞ্জন দাস গুপ্ত, দিলীপ চক্রবর্তী প্রমুখ।