গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব পুলিশ সদস্য নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন, তাদের একটি করে পদক ও রিবন দেওয়া হবে। গত ২৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন বাংলাদেশ পুলিশ এ কাজটি তদারকি করবে।
এর আগে ২০২১ সালেও নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন দেওয়া হয়। তখন নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের একসঙ্গে পুরস্কৃত করা হয়েছিল।
জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এবারের পদকের নাম দেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচন-২০২৪। যেসব পুলিশ সদস্য নির্বাচনের কাজে তালিকাভুক্ত ছিলেন, তারা এ পুরস্কার পাবেন।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর মত ও পথকে বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কতসংখ্যক পুলিশ সদস্য এ পুরস্কার পাবেন, তা পরবর্তীকালে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।