কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি পাকিস্তান

মত ও পথ ডেস্ক

ছবি : ইন্টারনেট

তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল রোববার শপথগ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে বিজেপি জোটের জয়ের পর বহু রাষ্ট্রপ্রধান মোদিকে অভিনন্দন জানিয়েছেন। মোদির শপথগ্রহণে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, মুইজুসহ সাতজন রাষ্ট্রনেতা। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনও অভিনন্দন বার্তাটুকুও পাঠায়নি নরেন্দ্র মোদিকে।

পাকিস্তান কেন এখনও ভারতের নতুন সরকার বা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানায়নি এ নিয়ে যখন আলোচনার জন্ম দিয়েছে, তখন মুখ খুলল ইসলামাবাদ। কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি, সেই প্রসঙ্গের আবারও কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরল পাকিস্তান।

universel cardiac hospital

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মুমতাজ জহুরা বালোচ আজ শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, আমরা ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

একইসঙ্গে তিনি বলেন, যেহেতু এখনও নতুন সরকার শপথগ্রহণ করেনি, তাই ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিষয়ে বিবেচনা করাটা নেহাতই ‘অকালীন’ হয়ে যাবে।

মুমতাজ জহুরা বালোচ জানান, পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে আলোচনার পক্ষপাতী। তাকে বলতে শোনা যায়, জম্মু ও কাশ্মীর নিয়ে সমস্যাসহ সমস্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ধারাবাহিকভাবে গঠনমূলক আলাপ-আলোচনার কথা বলছি।

প্রসঙ্গত, ৯ জুন রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। ওইদিন উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথের।

এ ছাড়াও বিশেষ এই অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকা ও রাশিয়াকেও।

শেয়ার করুন